ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘পদত্যাগ না করেই প্রযোজক সমিতির নির্বাচন করব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৬:৫০, ২১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। গণমাধ্যমেও প্রকাশ হয়েছে, প্রযোজক সমিতির নির্বাচনের জন্য ডিপজলকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করতে হবে।

এছাড়া তিনি প্রযোজকদের নির্বাচন করতে পারবেন না। এ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ডিপজল। তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। সেখানে শারীরিক চেকআপ করাচ্ছেন। 

সেখান থেকেই বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘‘এখানে তথ্যগত বিভ্রাট রয়েছে। এটি হয়তো অনেকে জানে না বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। মূল বিষয় হচ্ছে, শিল্পী সমিতিতে নির্বাচিত নেতৃবৃন্দের কেউ যদি অন্য সংগঠনে নির্বাচন করতে চায়, তাহলে সে করতে পারবে।

‘‘তবে অন্য সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ শিল্পী সমিতিতে নির্বাচন করতে পারবে না। এটাই হচ্ছে শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিধান। এ বিষয়টিকে অনেকে ভুলভাবে উপস্থাপন করছেন। না জেনে এভাবে তথ্য বিভ্রাট করা উচিত নয়।’’

ডিপজল আরও বলেন, ‘‘আমি শিল্পী সমিতির সিনিয়র সভাপতি। এ পদে থেকেই প্রযোজক ও পরিবেশক সমিতিতে নির্বাচন করব। এতে সাংগঠনিক কোনো বাধা নেই। আমারও পদত্যাগের দরকার হবে না।’’

তিনি বলেন, ‘‘গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে, তা ঠিক নয়। আমি এ ধরনের কোনো বক্তব্য কারও কাছে দিইনি।’’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি