ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন
প্রকাশিত : ১৩:১১, ১১ এপ্রিল ২০২২

গ্রীষ্মেই ন্যাটোতে যোগ দিতে পারে সুইডেন ও ফিনল্যান্ড। টাইমস সংবাদপত্র তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে। খবর তাস’র।
এই নিউজ আউটলেট জানায়, তারা আশা করছে ফিনল্যান্ড তাদের সদস্যপদের জন্য আগামী জুনে আবেদন করবে এবং সুইডেনও একই পথ অনুসরণ করবে।
তাদের সূত্র জানায়, সুইডেন ও ফিনল্যান্ড ঘরোয়ভাবে এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে একত্রে কাজ করছে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সীদ্ধান্ত প্রত্যেক দেশ স্বাধীনভাবে গ্রহণ করবে।
এর আগে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসগলু জানান, ব্রাসেলসে গত ৬ ও ৭ এপ্রিল ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলাকালে উল্লেখযোগ্য আলোচিত বিষয়গুলোর মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়টি অন্যতম ছিল।
যদিও মস্কো এ নিয়ে হেলসিংকিকে হুমকি দিয়েছে। দুই দেশের মধ্যে রয়েছে প্রায় ১৪০০ কিলোমিটারের সীমান্ত। তবে রাশিয়ার ইউক্রেনে হামলার পর এখন ন্যাটোতে যোগ দেয়ার বিকল্প দেখছে না ফিনল্যান্ড। ফিনিশ প্রধানমন্ত্রী সানা ম্যারিন আগেও ইঙ্গিত দিয়ে বলেছেন, সময় হয়ে এসেছে। ইউক্রেনে হামলার মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সম্পর্ক বদলে গেছে। তাই ফিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
এসএ/
আরও পড়ুন