ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বেইজিংয়ে করোনা বিধিনিষেধ শিথিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়ার অনুমতি দেওয়ার মাধ্যমে বেইজিং নিজেদের কোভিড-১৯ বিধিনিষেধ আরও শিথিল করবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। বেইজিংয়ে সংক্রমণের মাত্রা কমে আসায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলেও জানিয়েছে তারা। 

ওমিক্রনের সংক্রমণ রোধ করতে দুই মাসের লকডাউনের পর, সাম্প্রতিক দিনগুলোতে বেইজিং এবং বাণিজ্যিক কেন্দ্র সাংহাই স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।

বেইজিংয়ে সোমবার (৬ জুন) থেকে রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়া যাবে। তবে ফেংতাই এবং চাংপিং ডিস্ট্রিক্ট-এর কিছু অংশ এর অন্তর্ভুক্ত থাকবে না। বেইজিং ডেইলি এমন তথ্য জানায়। মে মাসের শুরু থেকে রেস্টুরেন্ট ও বারগুলোতে বসতে না দিয়ে শুধুমাত্র খাবার নিয়ে চলে যাওয়ার অনুমতি ছিল।

বেইজিং ডেইলি জানায়, বেইজিংয়ের বেশিরভাগ এলাকায় সোমবার থেকে স্বাভাবিক নিয়মে কাজ চলবে। ট্রাফিক সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হবে। 

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কোভিড পরীক্ষা স্বাভাবিক করার পদক্ষেপের অংশ হিসেবে, উন্মুক্ত স্থানে যেতে বা গণপরিবহনে চড়তে হলে বাসিন্দাদের আগের ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে।

স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, বেইজিংয়ে ১৬জন নতুন রোগীর খবর পাওয়া গেছে, যা আগের দিন ৫ জন ছিল।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি