ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূমিকম্পে কাঁপল নেপাল ও ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ৩১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬। একই ভূমিকম্পে ভারতের বেশকিছু অঞ্চলও কম্পিত হয়েছে।  

ন্যাশনাল ভূমিকম্প মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) অনুসারে, রোববার (৩১ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে ভূমিকম্পটি নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিলোমিটার দূরে খোটাং জেলার মারটিম বির্তার আশেপাশে ঘটে।

ভূমিকেন্দ্রের গভীরতা পূর্ব নেপালে ১০ কিলোমিটারে পর্যবেক্ষণ করা হয়েছিল, যা ২৭.১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.৬৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়েছিল।

যদিও এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, এই ভূমিকম্পন অনুভূত হয় শিলিগুড়িসহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙ, বিহারের সীতামারি, মুজাফফরপুর ও ভাগলপুরেও। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিহারের কিছু মানুষ।

প্রসঙ্গত, নেপালের ধিতুং যেখানে ভূমিকম্পনের উৎপত্তিস্থল তা ভারতের মুজাফফরপুর থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। 

সূত্রঃ এনডিটিভি
আরএমএ/এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি