ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ৪ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

আজ (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে দেখা করেন তিনি। 

এই সাক্ষাতে প্রধনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন করেন টনি ব্লেয়ার। এ ধারা যেন অব্োহত থাকে সেজন্য শুভকামনা জানান তিনি। 

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দু’দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। 

এর আগে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন টনি ব্লেয়ার। তারও আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি