ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

সাকিব দ্য ব্যাড বিহেভিয়ার কিং

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১১:৫৫, ১ জুলাই ২০২১

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

Ekushey Television Ltd.

সম্প্রতি ইংল্যান্ডে আচরণবিধি লঙ্ঘন করায় দেশে ফেরত পাঠানো হয়েছে শ্রীলঙ্কান তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশন ডিকওয়েলা এবং দানুশকা গুণাথিলাকাকে। টিম হোটেলের বায়ো বাবল ছেড়ে ডারহ্যাম সিটি সেন্টারের দিকে যাওয়া এবং সেখানে বসে ধুমপান করে তারা, এমনকি তাদের সেই ভিডিও প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে।

পুরো বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয়নি কর্তৃপক্ষ, এমনকি এটা তাদের জন্য উপযুক্ত বলেও মনে করেনি। যে কারণে তাদেরকে দ্রুতই দেশে পাঠিয়ে দিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য বোর্ডের কাছে সুপারিশ করেছে লঙ্কান ম্যানেজমেন্ট। 

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কেবল শহরের সিটি সেন্টার চত্বরে ঘুরতেই যায়নি, সেখানে মেন্ডিসকে সিগারেট মুখে অবস্থায় বলে মনে হচ্ছিল (যদিও এটি নিশ্চিত হওয়া যায়নি)। আপনাকে যদি কোনও ট্যুর থেকে বাড়ি পাঠানো হয়, তার অর্থ- আপনি কোনও র‌্যাগিং বা নিষিদ্ধ পার্টিতে ছিলেন, তাই না?

ব্যাড বিহেভিয়ার কিং
তবে ব্যাড বিহেভিয়ার বা খারাপ আচরণের কুখ্যাত সব ঘটনার ক্ষেত্রে শ্রীলঙ্কার এই ঘটনাটা সম্ভবত ছোট একটা বিষয়। ধারণা করা যায় যে, তাদের এই ঘটনাটা কেউ যদি রেকর্ড না করত, তাহলে তারা এর জন্য সহজেই পার পেয়ে যেত। 

তবে সাকিব আল হাসান নিশ্চিতভাবেই জানতেন যে, ক্যামেরা ঘুরছে এবং মিডিয়ার চোখ সর্বদা উপস্থিত- যখন সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগের একটি খেলায় তিনি তার মেজাজ হারিয়ে ফেলেন এবং তার বিস্ফোরণ ঘটালেন। প্রথমে স্ট্যাম্পগুলোতে লাথি মেরে বেল উড়িয়ে দিলেন যখন তার আম্পায়ার তার লেগ বিফোরের আবেদন নাকচ করে দেন। আর পরেরবার বৃষ্টির জন্য আম্পায়ার সাহস করে খেলা বন্ধ করে দিলে স্ট্যাম্পগুলো উপড়ে নিয়ে পিচের ওপর সজোরে আছাড় মারেন।

এমনকি দু'বছরও হয়নি দুর্নীতির অফার পাওয়ার খবর দিতে ব্যর্থ হওয়ার কারণে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছিল। শধু তাই নয়, তার বিরুদ্ধে আরও অভিযোগ এসেছে ক্রুদ্ধভাবে ওয়াকআউটের হুমকি দেয়া, আম্পায়ারদের বের করে দেয়া, এক ভক্তকে মারধর করা এবং ভক্তের ফোন কেরে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়া এবং আরও অনেক কিছু। একটি তালিকা করেও যা সত্যিই তুলে ধরা সম্ভব নয়। 

সুতরাং যদি কোনও ওয়ার্ল্ড ব্যাড বিহেভিয়ার চ্যাম্পিয়নশিপ হয়, তাহলে নিশ্চয়ই সেটা উঠবে সাকিবেরই হাতে। তবে তার হাতে ট্রফিটি তুলে দেওয়ার সাথে সাথে আপনাকে ভোঁ দৌড় দিতে হবে শুধু, কারণ অবশ্যই তিনি এটিকেও ছুঁড়ে মারবেন আপনার উদ্দেশ্যে- এটা নিশ্চিত। (ক্রিকইনফো অবলম্বনে)

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি