ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আরও একটি বড় হারের মুখে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ১০ এপ্রিল ২০২২

তামিমকে আউট করে মহারাজের উল্লাস

তামিমকে আউট করে মহারাজের উল্লাস

Ekushey Television Ltd.

পোর্ট এলিজাবেথ টেস্টে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। জিততে হলে এই ম্যাচে বাংলাদেশকে তাড়া করতে হবে ৪১৩ রানের পাহাড়সম স্কোর। যদিও তৃতীয় দিনের শেষ সেশনেই টাইগাররা হারিয়ে ফেলেছে ৩টি উইকেট।

পাঁচ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২১৭ রানে। তবে মোমিনুল হকের দলকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। এবারও দলটি পড়ে তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণির মুখে।

তাইজুলের ৩ উইকেট শিকারের ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তড়িঘড়ি করে ইনিংস ঘোষণার লক্ষ্য ছিল একটাই- দিনের শেষ ভাগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিপাকে ফেলা।

সেই লক্ষ্য সফলভাবেই পূরণ হয়েছে স্বাগতিক দলের। দিনের শেষ ভাগে মাত্র ৯.১ ওভার ব্যাট করে ২৭ রান তুলতেই মাহমুদুল হাসান জয় (০), নাজমুল হোসাইন শান্ত (৭) ও তামিম ইকবালের (১৩) উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। 

প্রথম ইনিংসের মত এবারও শূন্য হাতে ফিরেছেন জয়, তবে এবার এসেছে গোল্ডেন ডাক। শান্ত করেছেন ৭ রান। দিনের শেষ বলে তামিম আউট হন ১৩ রান করে।

৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন অধিনায়ক মোমিনুল হক। প্রোটিয়াদের পক্ষে কেশভ মহারাজ ২টি ও সাইমন হার্মার ১টি উইকেট শিকার করেছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি