ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

চোট জর্জরিত আর্জেন্টিনাকে ডাচ কোচের হুঁশিয়ারি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৭, ৯ ডিসেম্বর ২০২২

লুইস ফন গাল

লুইস ফন গাল

ইউরোপের টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডসের বিপক্ষে শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত লিওনেল মেসিদের কাছে যা কঠিনতম ম্যাচ হতে চলেছে। 

হাইভোল্টেজ এই ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা। অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজের পাশাপাশি চোট রয়েছে রড্রিগো ডি পলেরও। কীভাবে সামাল দেবেন, সেটাই এখন চিন্তা স্কালোনির। 

এর মাঝেই মেসিদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল, শুক্রবার তারা নামবেন প্রতিশোধের লক্ষ্যেই।

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গিয়েছিল নেদারল্যান্ডসের। তার আগে ১৯৭৮ সালের ফাইনালেও আর্জেন্টিনার কাছে হারে তারা। ২০১৪-তেও ডাচদের কোচ ছিলেন ফন গাল। 

তিনি বলেছেন, “২০১৪-তে হারের যে তিক্ত স্বাদ পেতে হয়েছিল আমাদের, তা শুক্রবার মিটিয়ে দিতে চাই। আমার মতে, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু শুক্রবার থেকেই আমাদের আসল বিশ্বকাপ শুরু হচ্ছে। আগের ম্যাচগুলোর কোনো গুরুত্ব ছিল না সেটা বলছি না। কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিল এমন দল, যাদের সঙ্গে অতীতের কোনো দলেরই তুলনা চলে না।”

ম্যাচে গ্যালারি ভরা থাকবে আর্জেন্টিনার সমর্থকে। এ প্রসঙ্গে ফন গাল বলেন, “আমার ফুটবলাররা যথেষ্ট পেশাদার। ওরা জানে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয়। যদি গ্যালারিতে ৪০ হাজার আর্জেন্টাইন থাকে, আমাদেরও হাজার হাজার সমর্থক থাকবে।”

সেমিতে ওঠার লড়াইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি