ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

এবার আর্জেন্টাইনরা মজেছে লাল-সবুজের প্রেমে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ৯ ডিসেম্বর ২০২২

মেসি-ম্যারাডোনার দেশে পথে পথে এখন শুধুই বাংলাদেশ বাংলাদেশ স্লোগান। লাল-সবুজের দেশের মানুষের জন্য এ এক বড় পাওয়া।

যাদের জয়ে এতোদিন উৎসব করেছে দেশের মানুষ, ব্যর্থতায় ঝরেছে চোখের জল! এবার আর্জেন্টাইনরা দিচ্ছে সেই ভালোবাসার প্রতিদান। তাদের দেশে দোকানে কিংবা পথের ধারে এখন বিক্রি হচ্ছে লাল-সবুজের পতাকা। 

ক্রিকেটে বাংলাদেশের জয়ের খবর এখন প্রতিনিয়তই প্রচারিত হচ্ছে আর্জেন্টিনায়। কেউ কেউ নিজের শরীরে করছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকার ট্যাটু। 

আর্জেন্টাইন টিভির রান্নার অনুষ্ঠানে হচ্ছে পুরোনো ঐতিহ্যবাহী বিরিয়ানি রেসিপি। আবার টেলিভিশন টকশোতে বাজানো হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 

৮৬'র বিশ্বকাপ থেকে উন্মাদনার শুরু। কিন্তু ২০২২-এ এসে আর্জেন্টাইনরা জানতে পেরেছে, তাদের দেশের জনসংখ্যার চেয়েও সংখ্যায় দিগুণ আলবিসেলেস্তদের সমর্থক আছে ফুটবলের দুশো ছুঁই ছুঁই র‍্যাঙ্কিংয়ের এই দেশটাতে। তাইতো তারা এতোটা আপ্লুত। 

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল ফ্যানদের ভালোবাসা এখন আর একপাক্ষিক নয়। এতদূরের দেশ হওয়ার পরও এখন অনেক আর্জেন্টাইনই চান তাদের পরবর্তী সফরটা হোক বাংলাদেশে। 

বাংলাদেশের ফুটবল অনেক পিছিয়ে আছে ঠিকই। কিন্তু এদেশের ভক্ত-সমর্থকরা পিছিয়ে নেই। তাইতো বিশ্বকাপ না খেলা দেশগুলোর মধ্যে বিশ্ব গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে একটাই নাম- বাংলাদেশ।

এনএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি