ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

এগিয়ে থেকেই বিরতিতে আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৯, ১০ ডিসেম্বর ২০২২ | আপডেট: ০২:১৭, ১০ ডিসেম্বর ২০২২

মেসি ও মলিনা

মেসি ও মলিনা

নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। অবশেষে গোল পেলো আকাশি-সাদারা। সেই মেসি ম্যাজিকেই। ক্ষুদে যাদুকরের দুর্দান্ত পাসে গোল করতে সামর্থ হলেন মলিনা। 

ফলে ৩৪তম মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে গেলো লা আলবিসেলেস্তরা।

এর আগে ২১তম মিনিটে মেসির শটটি বারের উপর দিয়ে বের হয়ে যায়! দীর্ঘ সময় অপেক্ষার পরে একটি শট নিয়েছিলেন মেসি।

প্রায় ৩০ গজ দূরে বল ধরেন মেসি। কাছাকাছি থাকা চার জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সামনের দিকে এগোন। তারপর কোনাকুনি বল বাড়ান বক্সে থাকা মলিনার দিকে। বল ধরেই এগিয়ে আসা গোলরক্ষক নোপার্টের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন ফুলব্যাক মলিনা।

গোল করার পরে অনেক বেশি আক্রমণাত্মক খেলা হয়। আর্জেন্টিনা আরও দু’বার নেদারল্যান্ডসের গোলের কাছে পৌঁছে যায়। মেসির ডান পায়ের শট আটকে দেন নোপার্ট। 

অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে তিনটি ফ্রিকিক পায় নেদারল্যান্ডস। কিন্তু সেখান থেকে ফল তুলতে পারেনি তারা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

এর আগে মোট পাঁচটি বিশ্বকাপ ম্যাচে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। এই পাঁচ খেলার মধ্যে আর্জেন্টিনা মাত্র এক বারই জিতেছে। নেদারল্যান্ডস জিতেছে দু'টি ম্যাচ। দু'টি ম্যাচ ড্র হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি