ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

গণমাধ্যমের রিপোর্টে আরও ঐক্যবদ্ধ পর্তুগাল: রোনালদো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১০ ডিসেম্বর ২০২২

পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো  বলেছেন, গুজব ছড়িয়ে পর্তুগাল শিবিরে ফাটল সৃষ্টির চেষ্ট করার ঘটনায় দল আরও বেশি একতাবদ্ধ হয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাঁচ বারের ব্যালন ডি অঁর খেতাব জয়ী সাইড বেঞ্চে বসে থাকার ঘটনায় এমন গুজব রটেছিল। 

যেখানে বলা হয়েছিল একাদশের বাইরে রাখায় রোনালদো দল ছাড়ার হুমকি দিয়েছেন।

সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৩৭ বছর বয়সি ওই তারকাকে একাদশের বাইরে রেখে দল গঠন করেছিলেন পর্তুগাল কোচ। পরিবর্তিত একাদশে আসা গনসালো রামোস সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলে জয় পাওয়া ম্যাচে হ্যাট্রিক করেন।

এরপরেই পুর্তগীজ গণমাধ্যমে খবর আসে রোনালদো টিম ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করছেন। কোচ ফার্নান্দো সান্তোষের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় তিনি এমনটা বলেছেন বলে একটি ‘রেকর্ডের’ কথাও জানানো হয় ওই সব রিপোর্টে।

তবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রোনালদো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল লিখেছেন যে, এর দ্বারা স্কোয়াড আরও একতাবদ্ধ হয়েছে। এতে তিনি লিখেছেন, ‘এটি এমন একটি দল যেটিকে বাহির থেকে ভাঙ্গা যাবেনা।’

পুর্তগীজ ফুটবল ফেডারেশন ও (এফপিএফ) এর আগে জানিয়েছে যে, তাদের এই তারকা স্ট্রাইকার দল ছাড়ার কোন হুমকি দেয়নি। তারা জানায়, ‘এফপিএফ স্পষ্ট করে জানাচ্ছে যে কাতারে থাকার সময় অধিনায়ক ক্রিশ্চিয়ানো জাতীয় দল ছাড়ার কোন হুমকি দেননি।’

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি