ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া: নজরে থাকবে যে ৫ বিষয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১৩ ডিসেম্বর ২০২২

মেসি ও মদ্রিচ

মেসি ও মদ্রিচ

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। লিওনেল মেসি ও লুকা মদ্রিচের দ্বৈরথ নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা। শুধু এটাই নয়, আরও কিছু বিষয় মাথায় রেখে এই ম্যাচ দেখতে বসতে পারেন ফুটবল অনুরাগীরা। 

আসুন, দেখে নেয়া যাক- কোন কোন বিষয়ের প্রতি নজর থাকবে ভক্ত-সমর্থকদের!

মেসি নাকি মদ্রিচ?
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে মাতিয়ে দিচ্ছেন মেসি। প্রতি ম্যাচেই তার পা থেকে কোনো না কোনো জাদু দেখা যাচ্ছে। হয় দুর্দান্ত পাস, নয় তো দুর্দান্ত গোল। কিছু না কিছু জাদু দেখিয়েই যাচ্ছেন তিনি। তেমনই সাহায্য পাচ্ছেন সতীর্থদের থেকে, যারা মেসির জন্য ট্রফি জিততে মরিয়া। 

একইভাবে, ক্রোয়েশিয়া দলে যাবতীয় আকর্ষণের কেন্দ্রে রয়েছেন লুকা মদ্রিচ। প্রতিটি ম্যাচেই ব্যাপক পরিশ্রম করছেন তিনি। যেখানে বল, সেখানেই দেখা যাচ্ছে মদ্রিচকে। গোল আটকানোর সময় ট্যাকল করছেন, আবার গোল করার সময় পাস বাড়াচ্ছেন। ফলে মেসি বনাম মদ্রিচ দ্বৈরথ প্রথম সেমিফাইনালের অন্যতম আকর্ষণ।

ক্লান্ত নাকি পুনরুজ্জীবিত, কোন ক্রোয়েশিয়াকে দেখা যাবে?
নকআউট পর্বে ক্রোয়েশিয়ার দু’টি ম্যাচেই টাইব্রেকার দেখা গেছে। দু’টিতেই জিতেছে তারা। তবে টাইব্রেকার ক্রোয়েশিয়ার কাছে নতুন ব্যাপার নয়। আগের বিশ্বকাপেও নকআউটে তাদের প্রতিটি ম্যাচই ১২০ মিনিটে গড়িয়েছে। ফাইনালে অবশ্য ফ্রান্সের কাছে পর্যুদস্ত হয় তারা। এবার কি সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়াকে ক্লান্ত দেখাবে, না কি নতুন উদ্যম নিয়ে মেসিদের ওপর ঝাঁপিয়ে পড়বে তারা?

আর্জেন্টিনার দ্বাদশ
একটা ব্যাপারে ম্যাচের আগেই অনেকটা এগিয়ে থেকে নামবে আর্জেন্টিনা। সেটা হলো- অকুণ্ঠ সমর্থন। এমনিতেই আর্জেন্টিনা থেকে মেসিদের সমর্থন জানাতে প্রচুর মানুষ এসেছেন। সেমিফাইনালের আগে সেই সংখ্যা আরও বেড়েছে। ফলে লুসাইল স্টেডিয়ামের ৭৫ শতাংশই আর্জেন্টিনা সমর্থকদের দখলে চলে যাবে বলে মনে করা হচ্ছে।

দু’দলের ফরোয়ার্ড কারা?
লিয়োনেল মেসি এবার একটু পিছনে থেকে খেলছেন। ফলে আর্জেন্টিনা দলে কোনো বিশ্বসেরা ফরোয়ার্ড এই মুহূর্তে নেই। চোখ থাকতে পারে জুলিয়ান আলভারেস বা এনজো ফার্নান্দেসের দিকে। এই দু’জনের কাছে মশলা রয়েছে তারকা হয়ে ওঠার। রয়েছেন অভিজ্ঞ লাউতারো মার্টিনেজ। তবে প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে, ক্রোয়েশিয়া দলেও মদ্রিচ বাদে বড় নামের অভাব। ব্রাজিল ম্যাচে যার গোলে সমতা ফিরিয়েছিল তারা, সেই ব্রুনো পেতকোভিচ এ ম্যাচেও নজরে থাকবেন। সঙ্গে রয়েছেন আন্দ্রে ক্রামারিচ।

মেসি এবং মেসি
ক্রোয়েশিয়ার বিপক্ষে পাঁচটি নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোল, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ, অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ, সর্বাধিক অ্যাসিস্ট এবং সবচেয়ে বেশি সময় মাঠে থাকার নজির গড়তে পারেন তিনি।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি