ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

আজও প্রথম একাদশে নেই মারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২২, ১৪ ডিসেম্বর ২০২২

কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। তবে তারা ওই ম্যাচে হারিয়েছে দুই ফুটবলারকেও।

কার্ডের খাড়ায় এই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন মার্কোস আকুইনা ও গনজালো মন্টিয়েল। চোট কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল দিয়ে ফেরা অ্যাঞ্জেল ডি মারিয়াকে শুরুর একাদশে পাওয়ার আশায় ছিলো আর্জেন্টিনা। সেটাও হচ্ছে না। তারকা এই মিডফিল্ডারকে ছাড়াই কঠিন পরীক্ষায় নামছে আলবিসেলেস্তরা।

মন্টিয়েল না থাকলেও আগের ম্যাচের শুরুর একাদশে ছিলেন আকুইনা। তার জায়গায় ক্রোয়োশিয়ার বিপক্ষে খেলবেন নিকোলাস তাগলিয়াফিকো।

জুভেন্টাসে ডি মারিয়ার সতীর্থ লিয়ান্দ্রো প্যারেদেস ফিরেছেন একাদশে। এই মিডফিল্ডারকে জায়গা দিতে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস।

লুসাইল স্টেডিয়ামে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াচ্ছে ম্যাচটি।

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো প্যারেদেস, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিয়েস্টার, এনজো ফার্নান্দেস, জুলিয়ান আলভারেস, লিওনেল মেসি।

ক্রোয়েশিয়া: ডমিনিক লিভাকোভিচ, বোর্না সোসা, ইভান পেরিসিচ, দেইয়ান লভরেন, মাতেও কোভাচিচ, আন্দ্রেই ক্রামারিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, ইয়োস্কো গাভারদিওল ও ইয়োসিপ ইউরানোভিচ।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি