ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

ফের লুসাইল স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৫ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব পালনকালে মৃত্যু হয়েছে এক নিরাপত্তা কর্মীর। জন এনজাও কিবুয়ে নামের মৃত্যুবরণকারী ওই কর্মী কেনিয়ার নাগরিক।

বুধবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি’।

এর আগে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এনজাও কিবুয়ে নামের ওই নিরাপত্তা কর্মী।

আয়োজক কমিটির বিবৃতিতে বলা হয়, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মেডিকেল টিমের যথাসাধ্য প্রচেষ্টার পরও কিবুয়ে মৃত্যুবরণ করেন। গত তিনদিন ধরে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এই মৃত্যুতে তার পরিবারের প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে গভীর সমবেদনাও জানানো হচ্ছে।”

লুসাইল স্টেডিয়ামে দায়িত্ব পালনকালীন অবস্থায় গত ১০ ডিসেম্বর (শনিবার) আটতলা থেকে পড়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিবুয়ে। যদিও আয়োজক কমিটি বা স্টেডিয়াম কর্তৃপক্ষ কেউই স্পষ্ট ব্যাখ্যা দেননি কেন এবং কীভাবে পড়ে গেছেন ওই নিরাপত্তাকর্মী। 

সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর তিনদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে ১৩ ডিসেম্বর মারা যান তিনি।

কিবুয়ের বোন আন ওয়ানজিরু জানিয়েছেন, স্টেডিয়ামের আটতলা থেকে তার ভাইয়ের পড়ে যাওয়ার কথা তাদের জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে কিবুয়কে নিয়োগ দেওয়া কর্মকর্তা।

গত সপ্তাহে একজন ফিলিপিনো কর্মী ট্রেনিং সাইটে কাজ করার সময় মারা যান।
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি