ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

২৩ মিনিটে তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ছয় গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৫ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:২০, ৫ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপের জায়গা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামে তারা। যদিও ম্যাচটি গুরুত্বহীন, তবে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ দেখিয়েছে তাদের আধিপত্য।

ম্যাচের শুরুতেই গোলের বন্যা বইয়ে দেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাত্র ৩ মিনিটেই স্বপ্না রাণী প্রথম গোলটি করেন। এরপর ৬ ও ১৩ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিকের পথে এগিয়ে যান শামসুন্নাহার। প্রথমার্ধেই ২৩ মিনিটে ৬-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

মিয়ানমার ম্যাচের জয়ী একাদশই আজও মাঠে নামিয়েছেন বৃটিশ কোচ পিটার বাটলার। এই ম্যাচেও দলের রক্ষণ ও আক্রমণে ছিল দারুণ সামঞ্জস্য।

কাগজে-কলমে শক্তিশালী বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট হিসেবেই নেমেছে। কারণ তারা ইতোমধ্যেই র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারকে হারিয়েছে।

বাংলাদেশ একাদশ:
রুপনা চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি