ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেইমার ম্যাজিকে পিএসজির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৪৮, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নেইমার ম্যাজিকে লিগ ওয়ানে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। নিজেদের মাঠে তোয়ার বিপক্ষে নিজে গোল করার পাশাপাশি সতীর্থ কাভানিকে দিয়ে আরও এক গোল করিয়েছেন নেইমার। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাপিয়ে দেয় নেইমাররা। তবে গোলের দেখা পাচ্ছিলেন নেইমার-কাভানিরা। ৪১ মিনিটে পেনাল্টি মিস করেন কাভানি। বিরতির পরও গোলের জন্য মরিয়া হয়ে উঠে পিএসজি। অবশেষে ৭৩ মিনিটে দলকে গোল এনে দেন নেইমার। আর ম্যাচের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। বাঁ দিক থেকে নেইমারের পাশ ধরে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ান তারকা।

এ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই।

 

সূত্র : গোলডটকম

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি