ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

বড় জয়ে বছর শেষ করলো চেলসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:২৮, ৩১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বড় জয় দিয়ে বছরটা শেষ করেছে চেলসি। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্টোক সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্তোনিও কোন্তের দল।

স্টামফোর্ড ব্রিজে ম্যাচের তৃতীয় মিনিটেই চেলসিকে এগিয়ে দেন রুডিগার। ৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ড্যানি ড্রিংকওয়াটার। ম্যাচের ২৩ মিনিটে গোল করেন পেদ্রো রড্রিগেইজ। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল।

বিরতির পরও চেলসির আধিপত্য বজায় থাকে। ম্যাচের ৭৩ মিনিটে গোল করেন ব্রাজিলীয় তারকা উইলিয়ান। আর ম্যাচের ৮৮ মিনেট গোল করে দলকে ৫-০ গোলে এগিয়ে দেন জাপাকস্তা। বাকি সময় আর গোল না হলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে চেলসি। ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।

 

সূত্র : গোলডটকম

/এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি