ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কাবুলে অনুশীলনে ফিরল আফগানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৯ আগস্ট ২০২১

কাবুলে অনুশীলন করছে আফগান জাতীয় দলের ক্রিকেটাররা

কাবুলে অনুশীলন করছে আফগান জাতীয় দলের ক্রিকেটাররা

আফগানিস্তানের ক্ষমতায় এখন তালেবান। ক্ষমতার পালাবদল হলেও দেশটির ক্রিকেট নিয়ে শঙ্কার মেঘ কেটে গেছে অনেকটাই। ব্যাট-বল থেকে দূরে থাকা ক্রিকেটাররা অবশেষে ফিরেছেন অনুশীলনে, রাজধানী কাবুলেই।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা রাজধানী কাবুলে অনুশীলন শুরু করেছেন। রাজধানী হওয়ায় ক্ষমতা দখলের পর সবচেয়ে বেশি প্রভাবিত এই শহরে তালেবানদের আনাগোনাও বেশি। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেকপোস্ট। এখান থেকেই শুরু হচ্ছে তালেবান শাসনের আনুষ্ঠানিক কার্যক্রম।

তবে তাতে বাধাগ্রস্ত হয়নি ক্রিকেটীয় কার্যক্রম, ফলে স্বভাবতই ফিরেছে স্বস্তি। কাবুলেই ক্রিকেটাররা শুরু করেছেন অনুশীলন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ওই পোস্টে এসিবি লিখেছে, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শেষ রাউন্ডের প্রশিক্ষণ শুরু করেছে জাতীয় দলের খেলোয়াড়রা। আসন্ন সিরিজের প্রস্তুতি নিতে কাবুলে প্রশিক্ষণ নিচ্ছে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক তিনটি ম্যাচ খেলতে শীঘ্রই শ্রীলঙ্কা সফরে যাবে আফগান জাতীয় ক্রিকেট দল।’

গত এক দশকে রাজসিক উত্থান হয়েছে আফগান ক্রিকেটে। যুদ্ধ-বিগ্রহ লেগে থাকা দেশটিতে ক্রিকেটই এখন আনন্দের উপলক্ষ্য। তালেবানরা ক্ষমতা পাওয়ার পর ক্রিকেটে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না- সেই শঙ্কা জেগেছিল। রশিদ খান, মোহাম্মদ নবীর মতো ক্রিকেটাররা তালেবানদের পক্ষেও ছিলেন না। বর্তমানে ইংল্যান্ডে হান্ড্রেড ক্রিকেট খেলায় ব্যস্ত সময় পার করছেন তারা।

তবে ক্ষমতা দখলের পর ক্রিকেতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলার আভাস দিয়েছে তালেবানরা। ফলশ্রুতিতে ইতোমধ্যেই দলটি বিশ্বকাপে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। আর ক্রিকেটারদের অনুশীলন শুরু করার মধ্যদিয়ে পুরোপুরি কেটে গেছে শঙ্কার মেঘ।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি