ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

২ যুগ পর পাকিস্তানে রঙিন পোশাকে অজিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ২৯ মার্চ ২০২২

অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন অস্ট্রেলিয়া দলের সদস্যরা

অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন অস্ট্রেলিয়া দলের সদস্যরা

২৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলার পর এবার ওয়ানডে খেলতে নামছে অস্ট্রেলিয়া। সাদা পোশাকের সিরিজ জয়ে উজ্জীবিত অজিরা এবার জ্বলে উঠতে চায় রঙিন পোশাকেও। অন্যদিকে টেস্টে হারের ক্ষত ওয়ানডের সাফল্য দিয়ে মুছে দিতে মুখিয়ে পাকিস্তান।

টেস্টে হার দেখা লাহোরেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাবর আজমের দল। মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সেই ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। ওই সফরে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর নিরাপত্তার কারণে পাকিস্তান সফর করেনি ক্যাঙ্গারুরা।

অবশেষে ২৪ বছর পাকিস্তান সফরে এসে ইতোমধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল। প্রথম দুই টেস্ট ড্র’র পর শেষ টেস্ট ১১৫ রানের ব্যবধানে জয়লাভ করে অজিরা।

এবার ওয়ানডে পরীক্ষা অস্ট্রেলিয়ার। তবে ওয়ানডেতে দলের সেরা ক্রিকেটারদের পাচ্ছেন না অ্যারন ফিঞ্চ। বিশ্রাম দেয়া হয়েছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নারকে। আর বিয়ের কারণে পাকিস্তান সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নেন গ্লেন ম্যাক্সওয়েল। অন্যদিকে, টেস্ট সিরিজে কনুইয়ের পুরনো ইনজুরিতে পড়ে সিমিত ওভারের সিরজ থেকে নিজকে সরিয়ে নিয়েছেন স্টিভেন স্মিথও।

তাই তারুণ্য নির্ভর এক দল নিয়ে পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে অস্ট্রেলিয়া। দু’টি করে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে শন অ্যাবট এবং বেন ম্যাকডারমটের। সম্প্রতি টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণে আবারও ওয়ানডে দলে সুযোগ হয়েছে ক্যামেরন গ্রিনের। ২০২০ সালে প্রথম ও শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। 

এছাড়া অভিষেকের অপেক্ষায় আছেন বেন দারউইশ, ন্যাথান এলিস, জশ ইংলিস এবং মিচেল সোয়েপসন। ২০১৮ সাল থেকে ওয়ানডে ক্রিকেট খেলছেন না ট্রাভিস হেড।

এমন তারুণ্য নির্ভর দল নিয়ে খেলাটা চ্যালেঞ্জিং বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা। তিনি বলেন, ‘একটি দল তৈরি করার এটাই সেরা সুযোগ। তবে এটি কঠিন চ্যালেঞ্জও বটে।’

২০২৩ সালের বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল সাজানোর পরিকল্পনা অস্ট্রেলিয়ার। জাম্পা বলেন, ‘পরের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে আমাদের এগোতে হবে। দল নিয়ে যাচাই-বাচাই করার ভালো সুযোগ এই পাকিস্তান সিরিজ।’

২০২১ সালের জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিল টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা। একই অবস্থা পাকিস্তানেরও। অজিদের মতোই দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামছে বাবর-রিজওয়ানরা। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের ক্ষত ওয়ানডে দিয়ে মুছে ফেলতে চায় তারা।

পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘টেস্ট সিরিজে আমরা ভালো খেলেছি। শেষ টেস্টের শেষ দিন ব্যাটাররা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়। তবে টেস্ট সিরিজ এখন অতীত। ওয়ানডে সিরিজ জিতে টেস্ট হারের ক্ষত মুছে ফেলা সম্ভব। সেই লক্ষ্য নিয়ে খেলতে নামব আমরা। সেই সাথে বিশ্বকাপ সুপার লিগের সমীকরণও এই সিরিজের জন্য গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপ সুপার লিগে তিনটি সিরিজ খেলেছে পাকিস্তান। দু’টিতে জিতেছে তারা। সর্বশেষ তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দুটি ২-১ ব্যবধানে জেতে পাকরা। তাইতো ৯ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে পাকিস্তান।

অন্যদিকে, বিশ্বকাপ সুপার লিগে তিনটি সিরিজ খেলে সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড-ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে অজিরা। যার ফলে ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অস্ট্রেলিয়া। ১২০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): 
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), বেন ম্যাকডারমট, মারনাস লাবুশানে, ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), শন অ্যাবট, বেন দ্বারশুইস, অ্যাডাম জাম্পা, ন্যাথান এলিস।

পাকিস্তান একাদশ (সম্ভাব্য): 
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, আসিফ আফ্রিদি, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি