ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

সানির বোলিং তোপে ১১৮ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মামুলি সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএল’র ৩৭তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান করে চট্টগ্রাম। দলের পক্ষে ২০ বলে অপরাজিত ৩৪ রান করেন জিয়াউর রহমান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করার সিদ্বান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।  

ব্যাট হাতে নেমে ঢাকা ডমিনেটর্সের দুই বোলার আরাফাত সানি ও আল-আমিন হোসেনের তোপের মুখে পড়া চট্টগ্রাম সাত ওভারে ২৮ রানেই ৫ উইকেট হারায়।

উদ্বোধনী জুটিতে ১৮ রান যোগ করেন চট্টগ্রামের দুই ওপেনার মেহেদি মারুফ ও ইরফান শুক্কুর। পঞ্চম ওভারে ব্যক্তিগত ৭ রান করা শুক্কুর সানির শিকার হলে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। পরের ওভারে ব্যক্তিগত ৮ রানে রান আউট হন আরেক ওপেনার মারুফ।

এরপর ভারতের উন্মুথ চাঁদকে খালি হাতে বিদায় করেন আল-আমিন। চট্টগ্রামের মিডল-অর্ডারের দুই ব্যাটার আফিফ হোসেন ও শুভাগতকে ১ রানের বেশি করতে দেননি সানি।

শুরুতেই মহাবিপদে পড়ে যাওয়া চট্টগ্রামকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন পাকিস্তানী উসমান খান ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। ষষ্ঠ উইকেটে ৩৯ বলে ৪১ রানের জুটি গড়েন তারা।

১৪তম ওভারে ক্যাম্পারকে (১১)আউট করে জুটি ভাঙ্গেন আফগানিস্তানের স্পিনার আমির হামজা। পরের ওভারে উসমানকে ব্যক্তিগত ৩০ রানে থামিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট শিকার করেন সানি। ২৯ বল খেলে ৪টি চার মারেন উসমান।

১৭তম ওভারে জিয়াউর রহমানের সাথে ভুল বুঝাবুঝিতে ৫ রানে রান আউট হন আফগানিস্তানের দারউইশ রাসুলি। এতে ৮০ রান করতেই ৮ উইকেট হারায় চট্টগ্রাম। ফলে ১শ’ রানের নীচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। 

কিন্তু শেষ দিকে ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে চট্টগ্রামকে সম্মানজনক স্কোর এনে দেন জিয়া। ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। 

বল হাতে ২২ রানে ৪ উইকেট নেন সানি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি