ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

পর্দা উঠছে ক্রিকেটের জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপের

আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ৩ অক্টোবর ২০২৩

অপেক্ষা মাত্র একদিনের। পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপের। এর আগে যৌথভাবে ভারতের মাটিতে হলেও এবারই প্রথম, এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। উদ্বোধনীতে তাই চমকের অপেক্ষায় গোটা বিশ্ব। দর্শকদের নাচ-গানে মাতিয়ে রাখতে প্রস্তুত বলিউড তারকারাও। 

১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১- এই তিন আসরেরও আয়োজন করে ভারত। তবে সেগুলো যৌথভাবে। ক্রিকেটের গ্রেটেস্ট শো-অন আর্থের ৪৮তম বছরে এসে প্রথমবার এককভাবে আয়োজক কপিলদেব-শচিন টেন্ডুলকারের দেশ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজন করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে দর্শকদের চমকে দিতে অনুষ্ঠানটির কোনো তথ্য এখনো দেয়নি বিসিসিআই।

তবে সংবাদ মাধ্যমগুলো বলছে, উদ্বোধনী চমকে থাকছেন বিশ্ব কাঁপানো বলিউড তারকারা।

গানে গানে দর্শকদের মাতাতে আসছেন কিংবদন্তির কন্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক মহাদেভান,  কন্ঠশিল্পী  শ্রেয়া ঘোষাল, অরিজিত সিং।

নাচ পরিবেশনায় থাকছেন বরুণ ধাওয়ান, রণবীর সিং ও তামান্না ভাটিয়ার মতো তারকারাও। লেজার-শো ও আতজবাজিতে তুলে ধরা হবে ভারতের ইতিহাস এবং ঐতিহ্যও।

উদ্বোধনীতে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে থাকছেন ১০ দলের অধিনায়করা। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি