ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার (২৯ ডিসেম্বর) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন লিটন দাস।

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়। যার জন্য জয় করতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর মাউন্ট মঙ্গানুইয়ের ভেন্যুটি আজ ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে। বাংলাদেশের কাছে এই ভেন্যুটি স্মরণীয় হয়ে আছে আরও একটি কারণে। ২০২২ সালে এই ভেন্যুতেই প্রথমবারে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারিয়েছিল টাইগাররা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে নেই লিটন দাস। প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপরই তাকে দ্বিতীয় ম্যাচে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। এদিকে প্রথম ম্যাচে ক্যাচ নেয়ার সময় ডান হাতে চোট পেয়েছিলেন সৌম্য। তবে তিনি সুস্থ আছেন। 

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ 

ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি