ঢাকা, সোমবার   ১১ নভেম্বর ২০২৪

শিশিরের জন্মদিনে সাকিবের আবেগঘন স্ট্যাটাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ২৯ ডিসেম্বর ২০১৯

স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিব

স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিন আজ ২৯ ডিসেম্বর। জন্মদিনে স্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন এই বিশ্ব তারকা।

আজ রোববার সকাল ৯টার দিকে নিজের ভিরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে স্ত্রী শিশিরের একটি ছবির সঙ্গে স্ট্যাটাসে সাকিব লিখেছেন, “সব ধরণের ঝামেলার জন্য তোমার জন্মদিনই তোমাকে স্যরি বলার উপযুক্ত সুযোগ। তুমি যেসব ত্যাগ শিকার করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্যই আমি তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন।”

টাইগার তারকা সাকিব বর্তমানে আইসিসি’র নিষেধাজ্ঞায় রয়েছেন। ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করার অপরাধে তাকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। 

উল্লেখ্য, উম্মে আহমেদ শিশিরের সঙ্গে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। এর তিন বছর পর অর্থাৎ ২০১৫ সালের নভেম্বরে তাদের কোল জুড়ে আসে একমাত্র কন্যা সন্তান- আলায়না হাসান অব্রি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি