ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অবশেষে স্ত্রী-পুত্রকে দেখার সুযোগ পেলেন শোয়েব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ২০ জুন ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ পাঁচ মাস ধরে স্ত্রী ও একমাত্র সন্তানের সঙ্গে দেখা হয়নি তাঁর। পাকিস্তান সুপার লিগ (পিসিএল) খেলার জন্য নিজ দেশেই ছিলেন শোয়েব মালিক। কিন্তু ১৭ মার্চ থেকে পিসিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই সময়ে সানিয়া মির্জাও ছিলেন ভারতে। লকডাউনের জেরে তিনিও আর পাকিস্তানে ফিরতে পারেননি। আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকায় সানিয়া ও ছেলে ইজহানের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি শোয়েব মালিকের। 

এদিকে, সামনের মাসে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা পাকিস্তান দলের। ওই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছে শোয়েব মালিকের নাম। অর্থাৎ আরও বেশ কিছুদিন স্ত্রী ও ছেলেকে না দেখেই কাটাতে হতো তাঁকে! কিন্তু এবার মানবিক হয়ে উঠল পিসিবি। মালিককে বিশেষ অনুমতি দেওয়া হলো। যাতে তিনি কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।

অর্থাৎ দলের বাকি সদস্যদের সঙ্গে ইংল্যান্ডে যাচ্ছেন না মালিক। স্ত্রী, ছেলের সঙ্গে কিছুদিন সময় কাটিয়েই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ৩৮ বছর বয়সী মালিক পিসিবির কাছে বিশেষ অনুমতি চেয়েছিলেন। দীর্ঘ পাঁচ মাস তাঁর সঙ্গে সানিয়া ও ইজহানের দেখা হয়নি। 

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান আজ শনিবার এক বিবৃতিতে বলেন, এখন আন্তর্জাতিক ভ্রমণে ধীরে ধীরে নিষেধাজ্ঞা উঠছে। মালিক গত কয়েক মাস পরিবারের কাউকে দেখতে পায়নি। ওর মানসিক অবস্থা যাতে ভাল থাকে তাই আমরা মানবিক উদ্যোগ নিয়েছি। পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে মালিক শিবিরে যোগ দেবে।

এদিকে, আগামী আগস্ট-সেপ্টেম্বর পযর্ন্ত জীবাণুমুক্ত পরিবেশে আয়োজন করা হবে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ। ২৮ জুন পাকিস্তান দল যাবে ম্যানচেস্টারে। সেখান থেকে ডার্বিশায়ারে গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন পাকিস্তানের ক্রিকেটাররা। 

প্রসঙ্গত, পাকিস্তানি অলরাউণ্ডার শোয়েব মালিক এখন আর টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলেন না। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে চলেছেন তিনি। আর ফর্ম ভালো থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচে তাঁকে স্কোয়াডে রেখেছে পিসিবি।

অন্যদিকে, তিনটি টেস্ট ও তিনটি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৮ জুন লাহোর ছাড়বে পাকিস্তান দল। ছুটিতে থাকায় মালিক যাবেন ২৪ জুলাই। তবে পরিবারের সাথে কবে দেখা করবেন তিনি তার নিশ্চয়তা নেই। কারণ এখনো ভারতের ফ্লাইট চালু হয়নি সেভাবে। তবে ধারণা করা হচ্ছে, স্ত্রী-সন্তানের সাথে দুবাইয়ে দেখা করবেন এই অলরাউণ্ডার। 

আসন্ন এ সফরের জন্য ইতোমধ্যে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। বেশকিছু বিধিনিষেধও থাকছে ক্রিকেটারদের জন্য। দেশ ছাড়ার আগে দুইবার করোনা টেস্ট করতে হবে তাদের। সাথে স্ত্রী-সন্তান নিয়ে যাওয়া যাবেনা। আলাদাভাবে গেলেও দেখা করার কোন সুযোগ নেই। এছাড়াও সেখানে গিয়ে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। অনুশীলন করবেন জৈব সুরক্ষিত পরিবেশ। এই সিরিজটি আয়োজনের জন্য মরিয়া ছিল ইংল্যান্ডও। তাই বিশেষ বিমান ভাড়া করে সফরকারীদের নিয়ে যাচ্ছে স্বাগতিকরা।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি