ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

আয়ারল্যান্ডকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ২২ জানুয়ারি ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।  ভারতের কাছে ৮৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করেছিল টাইগার যুবারা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (২২ জানুয়ারি) মানগাউং ওভালে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আইরিশ যুবারা। দলের পক্ষে কিয়ান হিলটন করেন ১১২ বলে ৯০ রান।

২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার আশিকুর শিবলি ও আদিল বিন সিদ্দিক। উদ্বোধনী জুটিতে ৯০ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ আদিল ৬৩ বলে ৩৬ ও শিবলি ৬০ বলে ৪০ রানে আউট হন। 

এই দুই ব্যাটারের বিদায়ের পর আরও জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর আহরার আমিন ও শিহাব জেমস মিলে চাপ সামাল দেন। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জেমস।

এই দুই ব্যাটারের ব্যাটে ১৯ বল হাতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। আহরার ৬৩ বলে ৪৫ ও জেমস ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি