ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ইইউ`র বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩

নতুন করে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গতকাল সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়েছে তেহরান।

ইউরোপীয় ইউনিয়ন গতকাল (সোমবার) ইরানের ৩২ ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যথাযথভাবে হিজাব না পরার কারণে পুলিশের হাতে আটক একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে গত বছরের সেপ্টেম্বরে সহিংসতা শুরু হওয়ার পর এই নিয়ে পঞ্চম দফা নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।

ইউরোপের পক্ষ থেকে ওই ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তেহরানে এক ঘোষণায় বলেন, “ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান শিগগিরই ইইউর বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করবে।”

ইইউ ইরানের যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে রয়েছেন সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনামন্ত্রী মোহাম্মাদ মেহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসেফ নূরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপ কমান্ডার ও মুখপাত্র, কয়েকজন সংসদ সদস্য, ইরানের বিচার বিভাগ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন কারাপ্রধান।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি