ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

এবার করোনায় আক্রান্ত মোমিনুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১০ নভেম্বর ২০২০ | আপডেট: ১৬:২৭, ১০ নভেম্বর ২০২০

গত রোববার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। ভাইরাসটিতে এবার আক্রান্ত হলেন টেস্ট অধিনায়ক মোমিনুল হক। সোমবার (৯ নভেম্বর) শরীরে হালকা জ্বর ছিল এই ক্রিকেটারের। সতর্কতার জন্য বিকেলে করোনা পরীক্ষা করান তিনি। আজ মঙ্গলবার দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট পান মোমিনুল।

বিষয়টি নিশ্চিত করে মোমিনুল বলেন, ‘করোনায় আক্রান্তের খবর সত্য। গতকাল হাল্কা জ্বর ছিল। এখন অবশ্য জ্বরও নেই। শ্বাস-প্রশ্বাসেও কোনও সমস্যা নেই। ঠাণ্ডার একটা সমস্যা তো আমার নিয়মিত। আক্রান্ত হলেও আমার শারীরিক কোনও সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘বাসায় এখন আইসোলেশনে থাকতে হবে। সামনের কয়েকটি দিন আরও সতর্ক থাকতে হবে। এমনিতে তো বাড়তি সতর্ক হয়ে চলাফেরা করতাম। যে ভাবেই হোক হয়েছে, সামনের কয়েকটি দিন সচেতন থাকতে হবে।’

এদিকে, তিনদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যার কারণে করাচিতে পাকিস্তান সুপার লিগ খেলতে যেতে পারেননি এই অলরাউন্ডার। এই মুহূর্তে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এএইচ/এসএ/এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি