ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

গেইলকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক রোহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ১৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৮:৩৩, ১৫ নভেম্বর ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন  ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলকে। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ^কাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ^ রেকর্ড গড়েন রোহিত। 

ওয়ানডে বিশ^কাপ ইতিহাসে সর্বোচ্চ ৫১ ছক্কার মালিক এখন রোহিত। এতে ভেঙ্গেছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইলের রেকর্ড। ৩৪ ইনিংসে ৪৯ ছক্কা মেরেছেন  গেইল। ২৭তম ইনিংসেই প্রথম ব্যাটার হিসেবে বিশ^কাপে ৫০তম ও সর্বোচ্চ ছক্কার মালিক হন রোহিত। 

নিউজিল্যান্ডের বিপক্ষে  ইনিংসে পেসার ট্রেন্ট বোল্টের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে ছক্কা মেরে বিশ^ রেকর্ডের মালিক হন রোহিত।  
ঐ ছক্কায় বিশ^কাপ মঞ্চে আরও একটি বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। বিশ^কাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার মালিক হন তিনি। এখানেও গেইলের রেকর্ড দখলে নেন রোহিত। 

২০১৫ সালে ২৬টি ছক্কা মেরে বিশ^কাপের এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন গেইল। এবারের আসরে এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত)২৮টি ছক্কা মেরেছেন রোহিত। 

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়োইন মরগান। ২০১৯ সালে ২২টি ছক্কা মেরেছিলেন মরগান। এ বছরের বিশ^কাপে এখন অবধি ২২টি ছক্কা মেরে মরগানকে স্পর্শ করে ফেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। 
বিশ^কাপ ইতিহাসে সর্বোচ্চ ছক্কা : 
ব্যাটার    ম্যাচ    ইনিংস     ছক্কা
রোহিত শর্মা (ভারত)    ২৭    ২৭    ৫১
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)    ৩৫    ৩৪    ৪৯
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)    ২৫    ২৩    ৪৩
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)    ২৩    ২২    ৩৭
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)    ২৭    ২৭    ৩৭

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি