ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

প্যাটেলের ঘূর্ণিতে ১৪৪ রানে অলআউট বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ৯ ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেলের ঘূর্ণিতে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। জিততে নিউজিল্যান্ডের দরকার  ১৩৭ রান।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩৮ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ৩০ রানে এগিয়ে ছিল টাইগাররা। ওপেনার জাকির হাসান ১৬ ও মোমিনুল শূণ্যতে অপরাজিত ছিলেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ চতুর্থ দিনের শুরুতে ব্যক্তিগত ১০ রানে আউট হন মোমিনুল। এরপর মুশফিকুর রহিম ৯, শাহাদাত হোসেন ৪, মেহেদি হাসান মিরাজ ৩, নুরুল হাসান শূণ্য, নাইম হাসান ৯, জাকির ৫৯ ও শরিফুল ইসলাম ৮ রানে আউট হন। 

১৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।

নিউজিল্যান্ডের প্যাটেল ৫৭ রানে ৬ উইকেট নেন। মিচেল স্যান্টনার ৩টি ও টিম সাউদি ১টি উইকেট নেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৮০ রান।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি