ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ফ্রিটজকে হারিয়ে সেমিফাইনালে জোকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইউএস ওপেন টেনিসে মার্কিন তারকা টেলর ফ্রিটজকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনাল উঠেছে নোভাক জোকোভিচ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে ফ্রিটজকে কোনো সুযোগই দেননি জোকো। জিতে নেন ৬-১ ব্যবধানে। 

দ্বিতীয় সেটে এসে কিছুটা প্রতিরোধ গড়ে আমেরিকান বাছাই ফ্রিটজ। তবে এতে ম্যাচের সময়টা দীর্ঘ হওয়া ছাড়া ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ৬-৪ গেমে সেটটি জিতে নেন জোকোভিচ। 

তৃতীয় সেটেও একই ধারায় খেলে ওই ৬-৪ ব্যবধানের জয় পায় টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। 

ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ড স্লাম জিততে আর মাত্র দুই ম্যাচের অপেক্ষা ৩৬ বছর বয়সী এই সার্বিয়ান তারকার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি