ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টির পর লড়াইয়ে ফিরল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ২৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৫:১০, ২৩ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ছিল বাংলাদেশ দলের। তবে তৃতীয় দিনে এসে মেহেদী হাসান মিরাজ-জাকের আলীর দারুণ এক পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই জুটিতে লিডও পায় বাংলাদেশ। তবে টাইগাররা যখন লিড বড় করছে তখনই নামে বৃষ্টি।  ফলে বন্ধ হয়ে যায় খেলা। এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর আবহাওয়া অনুকূলে আসলে ফের লড়াইয়ে নামে দুদল।  

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ৬৫ রানে।

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) মধ্যাহ্ন বিরতির আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। লাঞ্চ ব্রেকের পর কিছুক্ষণ খেলা চালিয়ে নেওয়া গেলেও বৃষ্টির পরিমাণ বাড়ায় বন্ধ হয় মাঠের লড়াই । 

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে অন্তত ২০২ রান করতে হতো। দলীয় ৪ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস হারের শঙ্কা ভালোভাবেই জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে গতকাল শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও মুশফিকের পাল্টা প্রতিরোধে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি