ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

ভারত ভীতুর দেশ বললেন মিয়াঁদাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২০ আগস্ট ২০১৯

কাশ্মীর ইস্যুতে ব্যাপক হৈচৈ চলছে। শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, সরফরাজ আহমেদের পর কাশ্মীর ইস্যুতে সরব হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। দেশিয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভারতকে আক্রমণ করে বলেছেন, ‘ভারত একটা ভীতু দেশ।’ 

কাশ্মীর থেকে নরেন্দ্র মোদী সরকারের ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে পাকিস্তান ব্যাপক সমালোচনা শুরু করেছে। প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে মিয়াঁদাদ বলেছেন, ‘এর আগেও বলেছি, ভারত অত্যন্ত ভীতু একটা দেশ। কারও কাছে যদি অস্ত্র থাকে এবং তার লাইসেন্স থাকে, তা হলে আত্মরক্ষার জন্য সেটা ব্যবহার করা যায়। পরমাণু বোমা আছে আমাদের কাছে। সেটা কিন্তু ব্যবহার করব আমরা।’ ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। 

জাবেদ মিয়াঁদাদের এমন মন্তব্য ব্যাপক আলোড়ন তুলেছে। কোনও ক্রিকেটার এই মন্তব্য করতে পারেন, তা মিয়াঁদাদকে না দেখলে বিশ্বাস করা কঠিন। 

এর আগে পাকিস্তানের ক্যাপ্টেন সরফরাজ আহমেদ বলেছেন, ‘কাশ্মীরের পরিস্থিতি বুঝতে পারছি। ওখানে বাসবাসকারী লোকজনের সমস্যাও অনুভব করতে পারছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ওঁরা যেন এই কঠিন সময়ে ভালো থাকেন। পুরো পাকিস্তান ওঁদের সঙ্গে আছে।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি