ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রদ্রিগোর জোড়া গোলে কাদিজকে হারিয়ে শীর্ষে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৭ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় কাদিজকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ।

রামন ডি ক্যারাঞ্জায় শুরুতেই এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৪ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। 

এরপর ৬৪ মিনিটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা। এই গোলের ১০ মিনিট পর বেলিংহাম গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।    

এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো রিয়াল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি