ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রোহিত-তাণ্ডবে টাইগারদের স্বপ্নে পানি

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ২২:১৮, ৭ নভেম্বর ২০১৯ | আপডেট: ২২:২১, ৭ নভেম্বর ২০১৯

রোহিত শর্মা

রোহিত শর্মা

ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে তাদেরকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরতে চায় টাইগাররা! তবে জবাব দিতে নেমে ব্যাটিংয়ে তাণ্ডব ছড়াচ্ছে টাইগারদের সেই স্বপ্নে পানি ঢেলে দিতে বদ্ধপরিকর ভারত।   

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ১১৩ রান। মাত্র ২৩ বলে ফিফটি তুলে নিয়ে মারকুটে রোহিত শর্মা অপরাজিত আছেন ৭৯ রানে এবং শিখর ধাওয়ান ২৮ রানে ক্রিজে আছেন। 

এ ইনিংসে বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারে ১১ রান দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পরের ওভারে শফিউল এসে দেন আট রান। পরে তৃতীয় ওভারে বল হাতে এস রানের নাগাল কিছুটা টেনে ধরেন আল-আমিন। 

তবে ভারতীয় দুই ওপেনারের, বিশেষকরে আগের ম্যাচে ব্যর্থ হওয়া রোহিতের ব্যাটিং তাণ্ডবে ৬ ওভারেই ৬৩ রান তুলে ফেলে স্বগতিকরা। 

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজকোটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা ভালো না হওয়ায় স্বাগতিকদের বিপক্ষে ৬ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় মাহমুদউল্লাহর দল। 

এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশনের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুভ সূচনাই করেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। তবে ট্রাজিকভাবে দুইবার জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি লিটন দাস। আর নাঈমের পরই ব্যর্থ মনোরথে ফেরেন মুশফিক। তবে অধিনায়ক মাহমুদুল্লাহর নির্ভরযোগ্য ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বোর্ডে ১৫৩ রান জমা করতে সক্ষম হয় বাংলাদেশ দল। 

দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে তরুণ ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে। ৩১ বলে পাঁচ বাউন্ডারিতে ৩৬ রান করেন এ বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া সৌম্যের ২০ বলে ৩০ রান, রিয়াদের ২১ বলে ৩০ রান এবং আরেক ওপেনার লিটন দাসের ২১ বলে ২৯ রান ছিল উল্লেখযোগ্য। 

আগেরদিনের নায়ক মুশফিক (৪) ও আফিফ এদিন ব্যর্থ হলে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিয়েও তার নাগাল পায়নি বাংলাদেশ। ভারতের পক্ষে যুজবেন্দ্র চাহাল ২৮ রানে ২ উইকেট নিয়ে ছিলে সফল বোলার।   

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি