ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লড়াই করে হারল বাঘিনীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৬ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে টাইগ্রেসরা। ১১৯ রানের টার্গেটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জ্যোতিরা সংগ্রহ করেন ৯৭ রান।

শারজাহর ধীরগতির উইকেটে শুরুর দিকে দিলারা আক্তার আর সাথী রানী পারেননি উড়ন্ত সূচনা এনে দিতে দলকে। সোবহানা মুশতারিও ক্রিজে থিতু হতে নিয়েছেন অনেকটা সময়। তবে শেষ পর্যন্ত আশা দেখিয়েও পারেননি দলকে জেতাতে, ফিরে গেছেন ৪৮ বলে ৪৪ রান করে।

এদিন পাওয়ারপ্লেতেই ২০ রান তুলতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক জ্যোতি। সোবহানাকে নিয়ে কিছুটা হলেও নাগালে এনেছিল জয়ের লক্ষ্যটাকে। কিন্তু তখনই সোফি এক্লেস্টোনের ওভারে দুই রান নিতে গিয়ে সাজঘরে ফিরে যান জ্যোতি। পরের ওভারেই আউট হন স্বর্ণা আক্তার। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ পড়েছিল চাপে। তবে ক্রিজে ছিলেন সোবহানা, পরে তাজ নাহার, রিতু মনি, ফাহিমা আক্তাররা জয়ের বন্দরে ভেড়াতে পারেননি দলকে।

এর আগে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ইংলিশ মেয়েদের সংগ্রহ ছিল ১১৮। ড্যানি ওয়াটের ৪১, অ্যামি জোন্সের শেষদিকের ১২ রান আর মায়া বুচারের ২৩ রানের সুবাদে দলীয় সংগ্রহ ১০০ পার করে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে এদিনও দুই উইকেট শিকার করেন রিতু। সমান উইকেট পেয়েছেন নাহিদা এবং ফাহিমা। অন্য এক উইকেট গিয়েছে রাবেয়ার ঝুলিতে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি