ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শতক বঞ্চিত মোমিনুল, বড় লিডের পথে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:৪৫, ৩ জানুয়ারি ২০২২

শতকের পথে মোমিনুল হক সৌরভ

শতকের পথে মোমিনুল হক সৌরভ

তৃতীয় দিনের প্রথম সেশনে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ, শুরুতেই আউট হয়ে ফেরেন জয়, আর নতুন বলে পরাস্ত হন মুশফিকও। এই জোড়া ধাক্কার পরও লিটনকে নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছেন অধিনায়ক মোমিনুল হক। দুজনের দেড় শতাধিক রানের অনবদ্য জুটিতে স্বাগতিকদের ইনিংস টপকে এখন বড় লক্ষ্যেই ছুটছে বাংলাদেশ।

সোমবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ৩৬৩ রান। ১৫তম ফিফটি হাঁকিয়ে শতকের লক্ষ্যে ছোঁটা মোমিনুল হক আউট হন ৮৮ রানেই। সঙ্গী লিটন দাসও তাঁর ১১তম ফিফটি হাঁকিয়ে আছেন একই লক্ষ্যে, ৭৯ রানে।

এর আগে এদিনের প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৪৫টি রান তুলতে পারে বাংলাদেশ। ৭০ রানে দিন শুরু করে মাহমুদুল হাসান জয় আউট হন ৭৮ রানে, ২২৮টি বল খেলে। এরপর অভিজ্ঞ মুশফিক বিদায় নেন ৫৩ বলে ১২ করে।

এই দুটি উইকেট হারানো ছাড়াও সেশনটি অনেক ভুগিয়েছে বাংলাদেশকে। ৮ রানে জীবন পেয়ে ও ৯ রানে ক্যাচ দিয়েও নো বলে বেঁচে গিয়ে এখনও টিকে আছেন মোমিনুল। গোটা সেশনে ৭২টি বল খেলে টাইগার টেস্ট অধিনায়ক করতে পারেন মাত্র ৯টি রান। অনেকবারই অস্বস্তিতে পড়েছেন তিনি, তবে হাল না ছেড়ে ঠাণ্ডা মাথায় আঁকড়ে আছেন উইকেট। ফলও পেয়েছেন ইতোমধ্যেই।

যেখানে প্রথম ১০০ বল খেলে মাত্র ১টি চারের সাহায্যে ১৮ করেন মোমিনুল, সেখানে পরের ৭১ বল থেকে ৭টি বাউন্ডারি আদায় করে ৩৯টি রান তোলেন লিটল মাষ্টার। পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফিফটিও। অন্যপ্রান্তে অবশ্য অনেকটা সাবলীল ভঙ্গীতে ব্যাট চালিয়ে ছয়টি বাউন্ডারির সাহায্যে ১১তম ফিফটির পথে লিটন দাস।

এদিন নিউজিল্যান্ডের সব বোলারই আগের দিনের চেয়ে অনেক ভালো বল করেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের তাঁরা খেলার সুযোগ দেন সামান্যই। তবে দ্বিতীয় সেশনে এই দুই টাইগারের ব্যাটে খোলস ছেড়ে বের হয় বাংলাদেশ।

যেখানে প্রথম সেশনে বাংলাদেশ রান তোলে মাত্র ৪৫টি, ২ উইকেট হারিয়ে। সেখানে দ্বিতীয় সেশনে আর কোনও বিপদ হতে না দিয়ে তুলে ফেলেন ৮৭ রান। এর মধ্যে পঞ্চম উইকেটে এই দুজনে গড়ে ফেলেন দেড় শতাধিক রানের জুটিও। পরে তৃতীয় সেশনের প্রথম ঘণ্টাটাও নির্বিঘ্নে কাটিয়ে দেন দুজনে।

তবে এরপরই খেই হারিয়ে বোল্টের লেগ বিফোরের ফাঁদে পড়েন মোমিনুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেন নি সেই ফাঁদ থেকে। যাতে থেমে যায় তাঁর ২৪৪ বলের ম্যারাথন ইনিংসটি। ৩৭০ মিনিট ক্রিজে কাটিয়ে দেয়া এই ইনিংসে ছিল ১২টি চারের মার। 

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি