ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২২ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

সাকিব আল হাসানের মিরপুর টেস্ট খেলার মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও, নানা পরিস্থিতির কারণে সেটি বাস্তবায়ন হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিলেও, সাকিবের যাত্রা থেমে যায় আরব আমিরাতের দুবাইয়ে।

বিশ্বসেরা এই ক্রিকেটারের মিরপুরে টেস্ট খেলার সম্ভাবনা নষ্ট হয়ে যায় যখন সাকিব বিরোধীরা বিসিবির কাছে সাকিবের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেয়। বিপরীতে, সাকিবভক্তরা তাকে মাঠে দেখতে চেয়ে শেরে বাংলা স্টেডিয়ামের আশপাশে অবস্থান নেন। নিরাপত্তা শঙ্কায় বিসিবি সাকিবকে দেশে না আসার পরামর্শ দেয়।

এর আগে সাকিবের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে সমালোচনা অনেক বেড়েছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার জন্যও তিনি সমালোচিত হয়েছেন।

এই পরিস্থিতিতে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে তার আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স। ফেসবুকে দেওয়া সেই ভিডিওতে সাকিব বলেন, ‘আপনি আমাকে পছন্দ করেন বা ঘৃণা করেন, এতে আমার কিছু যায় আসে না। তবে আমার সঙ্গে খেলতে আসবেন না।’

সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে, মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক সংবাদের প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে, সাকিব বলেন, ‘মিথ্যা বলবো না, একদমই দেখি না এমন নয়। অনেক সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে বা টিভিতে দেখে ফেলি। তবে এগুলো নিয়ে বেশি ভাবি না।’

বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া সত্ত্বেও কেন সাকিবকে ঘিরে এত সমালোচনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি মনে করি সমালোচনা হওয়া উচিৎ। যে গাছে আম বেশি থাকে, সেই গাছে ইটও বেশি পড়ে। এটাই দুনিয়ার নিয়ম।’

নেতিবাচক সংবাদ তার খেলায় প্রভাব ফেলে কিনা, এই প্রশ্নে সাকিব বলেন, ‘আমার সম্পর্কে অনেক নেতিবাচক সংবাদ হয়েছে, যেগুলো আমি মনে করি হওয়া উচিৎ ছিল না।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি