ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সাভারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বিকেএসপি’র ৩ ক্রিকেটার আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সাভারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের তিন ক্রিকেটার আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

বুধবার রাতে বিকেএসপি থেকে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ক্রিকেটাররা হলেন- জাতীয় দলের জার্সিতে খেলা জাকির হোসেন, বাঁ-হাতি পেসার মেহেদী হাসান রানা, তরুণ পেসার মানিক খান।

জানা গেছে, বিকেএসপি থেকে ঢাকায় ফেরার সময় জাবি’র সামনে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জাকির হোসেনদের বহনকারী বাসটির। দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বিসিবি একাডেমি ভবনে পাঠানো হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি