ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

সুবর্ণচরে দুর্লভ প্রজাতির শকুন অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৩, ২৮ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে দুর্লভ প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগ। অবমুক্ত করা শকুনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের লাল তালিকাভুক্ত। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্তরে শকুনটি অবমুক্ত করা হয়।
  
স্থানীয় বান্দিন্দা রাজু জানান, গত সোমবার (২০ ডিসেম্বর) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজি ইদ্রিস বাজারের পাশে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে এলাকাবাসী। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ অফিসে শকুনটিকে প্রেরণ করা হয়। পরে উপজেলার চর আলাউদ্দিন রেঞ্চের কর্মকর্তা মো. আলমগীর হোসেন ৮দিন চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে শুকুনটিকে অবমুক্ত করে।

এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কাউসার আহমেদ, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।  
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি