ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ 'বি' এর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। সমান দুই পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। ম্যাচটি যে জিতবে তারাই সুপার টুয়েলভ নিশ্চিত করবে।

হোবার্টে শুক্রবার (২১ অক্টোবর) গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। 'বি' গ্রুপের চার দলই সমান ২ পয়েন্ট নিয়ে আছে। তবে রানরেটে এগিয়ে থাকায় টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আর তিন ও চারে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। 

এই ম্যাচে যে দল জয়ী হবে তারাই সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করবে। আর যারা হারবে তারা বিশ্বকাপ থেকে বিদায় নেবে। ঠিক একই রকম অবস্থা দিনের দ্বিতীয় ম্যাচেও। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের মাঝে যে জিতবে তারাই বিশ্বকাপের টিকিট পাবে।  

আয়ারল্যান্ড একাদশ 

অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জোশ লিটল

ওয়েস্ট ইন্ডিজ একাদশ 

কাইল মায়ার্স, জনসন চার্লস, ইভিন লুইস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, অ্যাকেল হোসেইন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি