অ্যাপের মাধ্যমে রাজবাড়ীর ৬২৮ কৃষকের ধান কিনবে সরকার
প্রকাশিত : ১৯:৩০, ১১ জুন ২০২০

সরকারের চলমান বোরো ধান সংগ্রহের আওতায় প্রথম পর্যায়ে রাজবাড়ী সদর উপজেলার ৬২৮ জন কৃষকের কাছ থেকে ৮১৩ মেট্রিক টন ধান কিনবে খাদ্য বিভাগ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অ্যাপের লটারীর মাধ্যমে প্রথম পর্যায়ে ৬২৮ জন কৃষককের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
লটারীর সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাঈদুজ্জামান খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মুন্সি মজিবর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেখ, সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম প্রমূখ।
জানা গেছে, সরকারের পাইলট প্রজেক্টে প্রথম পর্যায়ে লটারীর মাধ্যমে সদর উপজেলায় ৬২৮ জন কৃষককে চুড়ান্ত হয়েছে। কৃষকদের থেকে ৮১৩ মেট্রিকটন ধান কিনবেন খাদ্য বিভাগ। এ সময় তিন ক্যাটাগরী বড় (৬৭), মাঝারী (১৫২) ও ছোট (৪০৯) জনসহ মোট ৬২৮ জন কৃষককে চুড়ান্ত করা হয়েছে। বড় কৃষকদের থেকে ২৪শ, মাঝারী কৃষকদের থেকে ১৬শ ও ছোট কৃষকদের থেকে ১ হাজার কেজি ধান কেনা হবে। প্রতি কেজি ধানের মুল্য ধরা হয়েছে ২৬ টাকা ও মন ধরা হয়েছে ১ হাজার ৪০ টাকা। প্রথম পর্যায়ে দেশের ২২টি জেলার মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ধান সংগ্রহের আওতায় আনা পড়েছে। এতে আবেদন করেছিলেন ৪ হাজার ২'শ কৃষক। যার মধ্য থেকে যাচাই বাছাই শেষে ৩ হাজার ৩'শ কৃষক থেকে লটারীতে টিকে ৬২৮ জন।
কেআই/
আরও পড়ুন