ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সুন্দরবনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৬:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২১

মোংলায় ইয়াবাসহ আবু হোরায়রা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনের বেড়ীবাধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক আবু হোরায়রা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী গ্রামের মোঃ আনারুল হোসেনের ছেলে। 

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়, মোঃ আনোয়ার হোসেনের ছেলে আবু হোরায়রা ইয়াবা বিক্রি করছে- এমন গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় মোংলা কোষ্টগার্ডের’র একটি অভিযানকারী দল। বুধবার রাতে সুন্দরবনের বেড়ীবাধ এলাকায় পৌঁছলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইয়াবাসহ অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে আবু হোরায়রাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশী করে জামার পকেটে থাকা ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি দস্যু দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও তা থাকবে।  

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি