ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

নতুন তিনটি ইতালিয়ান ব্র্যান্ড নিয়ে আসলো রেনেসা ডেকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ব্র্যান্ড রবার্টো কাভালি হোম ইন্টেরিয়র, এট্রো হোম ইন্টেরিয়র এবং জিয়ানফ্রানকো ফেররে হোম ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রেনেসা ডেকোর লিমিটেডের বনানী শো-রুমে। 

শনিবার রাজধানীর বনানীতে এই ব্র্যান্ডগুলোর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মাননীয় এনরিকো নুনজিয়াতা।  

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বলেন, এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে আমি আনন্দিত। এই কোম্পানিটি গত ৮ বছরে ৪০ টিরও বেশি ইতালিয়ান ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে এনেছে। রেনেসা ডেকর এমন এক বিশ্ব মানের শো রুম তৈরী করেছে, যা একজন সাধারন গ্রাহক বা স্থপতিদের বিস্মিত করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিরো গ্রুপের পক্ষ থেকে মি. ফেদেরিকো ব্রাম্বিলা এবং মি. রবার্টো কুরাটি। 

রেনেসা ডেকরের ব্যবস্থাপনা পরিচালক মেহরিন আসাফ বলেন, ‘আমরা দেশে এবং বিদেশে উভয় প্রান্তে সবধরণের পণ্য এবং ডিজাইন পরিষেবা দিয়ে আমাদের ক্লায়েন্টদের সন্তুষ্ট করতে চাই।’

রেনেসাঁ ডেকর প্রতিটি জীবনধারার জন্য পণ্যের সম্পূর্ণ প্রকল্প এবং ডিজাইন অফার করে। ৫০ টিরও বেশি ব্র্যান্ডের পণ্যগুলির মধ্যে রয়েছে: দরজা, জানালা, রান্নাঘর, ওয়ারড্রোব, অফিস এবং বাড়ির আসবাবপত্র, কার্পেট, আর্কিটেকচারাল ওয়ালপেপার, প্যানেলিং, মার্বেল, সিরাম, মোজাইক, চীনামাটির বাসন স্টোনওয়্যার, হোম লিনেন এবং টেক্সটাইল, বাড়ির আনুষাঙ্গিক এবং সিরামিক। 

সমস্ত ব্র্যান্ডই বাংলাদেশের জন্য শুধুমাত্র রেনেসাঁ ডেকরের সঙ্গে কাজ করে। ১৭ হাজার বর্গফুটের শোরুম ডিসপ্লে ক্লায়েন্ট এবং স্থপতিদের জন্য একটি নান্দরিক জীবনধারার পণ্যগুলিকে প্রদর্শন করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি