ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বিমানবন্দরে হেনস্তার স্বীকার আয়েশা টাকিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনত্রী আয়েশা টাকিয়া সম্প্রতি ভ্রমণের সময় হেনস্তার স্বীকার হন গোয়া বিমানবন্দরে। সপরিবারে মুম্বাইয়ে যেতে গোয়া বিমানবন্দরে এসেছিলেন তারা। সেখানেই তাকে জোর করে লাইনচ্যুত করার অভিযোগ উঠেছে গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। 

পরবর্তীতে আয়েশার স্বামী ফারহান আজমি বিষয়টি নিয়ে সরব হন টুইটারে। সেখানে ছবিসহ পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। এ সময় দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন বলেও জানান তিনি।

ফারহান গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে এবং তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। শুধু তাই নয়, নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে ফারহান টুইট করতেই চারিদিকে ছড়িয়ে পড়ে তা।

প্রশ্ন উঠেছে, একজন পুরুষ পুলিশ অফিসার বলপূর্বক আয়েশাকে এভাবে তার পরিবারের থেকে আলাদা করতে পারেন কি না তা নিয়ে। 

শুধু তাই নয়, ফারহান জানান, বিমানবন্দরে উচ্চস্বরে তার নাম ঘোষণা করে অপমান করা হয়। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। যার পরই ক্রোধে ফেটে পড়েন আয়েশার স্বামী।

পরে যদিও ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের পক্ষ হতে জানানো হয়, ‘ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন এ বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।’

সূত্র: সংবাদ প্রতিদিন

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি