ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আবারও নায়ক ফারুকের মৃত্যুর গুজব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ঢাকাই সিনেমার কিংবদন্তী অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা তার চলছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

তবে রোববার (১০ এপ্রিল) সকালে হঠাৎ এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবরটি ছড়িয়ে দিয়েছেন।

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। রোববার সকালে মোবাইলফোনে গণমাধ্যমকে তিনি জানান ফারুক ভালো আছেন। এসময় ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান তিনি। 

এর আগে গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তী এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হল। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি