ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৭ আগস্ট ২০২১

সিরিজ জয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহর অভিব্যক্তি

সিরিজ জয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহর অভিব্যক্তি

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে এবার মাশরাফি বিন মোর্তজাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি দিচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদকে। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১০ ম্যাচে জয় এনে দিয়েছেন মাশরাফি। শুক্রবার (৬ আগস্ট) অজিদের সিরিজ হারানোর ম্যাচ পর্যন্ত মাত্র ২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৯টি জয় পেয়েছেন রিয়াদ। 

সেই হিসেবে আজ শনিবার ৪র্থ ম্যাচে জিতলেই মাশরাফিকে ছুঁয়ে ফেলবেন রিয়াদ। আর আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জিতলে ছাড়িয়ে যাবেন মাশরাফিকে। 

চলমান পাঁচ ম্যাচ সিরিজে ইতোমধ্যেই তিন ম্যাচ হেরে সিরিজ থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। অজিরা যেভাবে পরাস্ত হচ্ছে, তাতে তাদের হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনাই প্রবল। তাছাড়া অজিরা আসন্ন দুটি ম্যাচ জিতলেও রিয়াদের সামনে পরবর্তী নিউজিল্যান্ডের সাথে সিরিজেই থাকছে মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

অধিনায়কত্ব ছাড়াও শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ৪র্থ ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রান পূর্ণ করেছেন মাহমুদুল্লাদ রিয়াদ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৩৪৫ ম্যাচের ৩৫৫ ইনিংসে ব্যাট করে রিয়াদের রান সংখ্যা এখন ৯ হাজার ১৫। এর মধ্যে সেঞ্চুরি আছে (টেস্টে ৫ ও ওয়ানডেতে ৩) ৮টি এবং হাফ-সেঞ্চুরি আছে ৪৬টি।

অন্যদিকে, ৩৫৭ ম্যাচের ৪১৪ ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ ১৪ হাজার ১৫৫ রান সংগ্রহ তামিম ইকবালের। দুইয়ে থাকা মুশফিকের রান ১২ হাজার ৫৫৯ এবং তিনে অবস্থান করা সাকিবের রান ১২ হাজার ২২৫।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি