ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

বিশ্বকাপের সেই রেফারি আবারও দেখালেন ১৬ হলুদ কার্ড!‌

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কিছুদিন আগেই শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। এবারের আসরে কার্ড দেখিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন রেফারি আন্তোনিও মাতেও লাহোজ।  আর্জেন্টিনা–নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৮টি কার্ড দেখিয়ে তিনি হইচই ফেলে দেন। এরপরই অবশ্য কাতার বিশ্বকাপে এই স্প্যানিশ রেফারির দায়িত্ব শেষ হয়ে যায়।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, লা লিগার মঞ্চে শনিবার বার্সেলোনা বনাম এস্পানিওল ম্যাচে ৪৫ বছর বয়সী এই রেফারি মোট ১৬টি হলুদ কার্ড দেখিয়েছেন! যার মধ্যে ২টি পরিণত হয়েছে লাল কার্ডে। 

এক পর্যায়ে দুই দলই ১০ জন খেলোয়াড় নিয়ে খেলেছে। বাদ যাননি বার্সেলোনা কোচও! ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত কার্ডের ছড়াছড়ির এই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি