ঢাকা, বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪

অডি কাপের শিরোপা জিতল টটেনহ্যাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১ আগস্ট ২০১৯

অডি কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল টটেনহ্যাম হটস্পার।

বুধবার দিবাগত রাতে শিরোপার লড়াইয়ে ম্যাচে প্রথমে দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত ড্র করে পেনাল্টি শুটআউটে জয় পায় টটেনহ্যাম।

প্রথমার্ধের ১৯তম মিনিটে এরিক লামেলা গোল করলে ১-০তে পিছিয়ে পরে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ান এরিসেন গোল করে টটেনহ্যামের হয়ে ব্যবধান দ্বিগুন করেন।

এর দুই মিনিট পরেই ফিতের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরে বায়ার্ন। আর ম্যাচের ৮১তম মিনিটে ডেভিস গোল করলে সমতায় নিয়ে নির্ধারিত সময় শেষ করে পেনাল্টি শুটআউটের সুযোগ তৈরি করে তারা। তবে টাইব্রেকারে গিয়ে শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি