ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ফোন ছুড়ে ফেললেন সাকিব!

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ১২ নভেম্বর ২০২০

সেলফি তুলতে চাওয়া ভক্তের ফোন কেড়ে নিয়ে ফেলে দিচ্ছেন সাকিব। ছবি- ইটিভি।

সেলফি তুলতে চাওয়া ভক্তের ফোন কেড়ে নিয়ে ফেলে দিচ্ছেন সাকিব। ছবি- ইটিভি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সামনে দেখে ভক্তদের আবেগপ্রবণ হওয়া অস্বাভাবিক কিছু নয়। কেননা, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, বড় বিজ্ঞাপন যে তিনিই। স্বাভাবিকভাবেই তাকে সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এক ভক্ত। সাকিবকে দেখে তাই দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে। অনুমতি না নিয়ে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন সাকিব। 

শুধু রেগেই যাননি, উগ্র মেজাজে সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার! তার এই আচরণে ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ শত শত ভক্ত। এই ঘটনায় বেনাপোলে সাকিবপ্রেমীদের মাঝে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। ঘটনাটি ঘটেছে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনে। 

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বেনাপোল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যান কলকাতায় সন্ধ্যায় একটি পূজা মন্ডপে কালীপূজা উদ্বোধন করতে। ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মধ্যে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে চাইলে ফোন কেড়ে নিয়ে ফেলে দেন তিনি।

সেক্টর মোহাম্মদ নামের সেই ভক্ত বেনাপোল চেকপোস্টের একটি পরিবহনে চাকরি করেন। তিনি বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে পারিনি। এজন্য তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে উগ্র মেজাজে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন। এতে আমার ফোনটি ভেঙে নষ্ট হয়ে গেছে। সেলফি তোলা কি আমার অপরাধ? আমি খুব দু:খ ও ব্যথা পেয়েছি। আমার সাথে এমন আচরণ তিনি কেন করলেন, আমি জানি না।’

বেনাপোলের একজন সংবাদকর্মী রাসেল হোসেন জানান, আমি ঘটনাস্থলে ছিলাম। শুধু ভক্তের মোবাইল ফোন ছুড়ে ফেলা নয়, সংবাদ কর্মীদের সঙ্গে তিনি কোনও কথাই বলেননি। একজন বিশ্বসেরা অলরাউন্ডারের আচরণ এমন হতে পারে না।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন। তার কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি