ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ১৮ নভেম্বর ২০২০

গানম্যান নিয়েই অনুশীলনে সাকিব

গানম্যান নিয়েই অনুশীলনে সাকিব

হুমকি পাবার পর থেকে নিরাপত্তার জন্য গানম্যান পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি আজ বুধবার বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে হুমকি দেয়া হয়েছে, তাই তার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

ঘটনাটি উদ্বেগজনক উল্লেখ করে নিজামউদ্দিন আরও বলেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এ জাতীয় বিষয় কখনই কাম্য হতে পারে না। আমরা বিষয়টি জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নিচ্ছে।’

সিলেট সদর উপজেলার শাহপুরের তালুকদারপাড়া এলাকা থেকে মহসিন তালুকদার নামে এক যুবক গত ১৫ নভেম্বর রাত ১২টার পর ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন। গত বৃহস্পতিবার ভারতের কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেয়ায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে একটি ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

ভিডিওতে সাকিবকে উদ্দেশ্য করে মহসিন বলেছিলেন, ‘একটি পূজা মন্ডপের উদ্বোধন করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তাকে অবশ্যই হত্যা করতে হবে।’

পরে ফেসবুক লাইভ এসে নিজের অবস্থান পরিস্কার করেন সাকিব। তিনি জানান, কোনও পূজা মন্ডপ উদ্বোধন করেননি। অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অবশ্য এজন্য প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। যাইহোক, বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে মহসিনকে গ্রেফতার করেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি